ডিসেম্বর ২৩, ২০২৪

দ্বি-পাক্ষিক সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে সিশেলসের বিপক্ষে পেরে উঠলো না বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতলেও সিরিজটা তাই সমতায় শেষ করতে হলো স্বাগতিকদের।

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে সিশেলস।

ম্যাচর প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ডিফেন্ডার সাদ উদ্দিন বক্সের মধ্যে উড়ন্ত বল পা অনেক ওপরে তুলে দখল নেওয়ার চেষ্টা করেন। ভুটানি রেফারি ফাউলের বাঁশি বাজান। স্পট কিক থেকে সিশেলসের মিশেল গোল করে দলকে এগিয়ে নেন। পরে আর ম্যাচে ফেরা হয়নি জামাল ভূঁইয়া, তপু বর্মনদের।

এদিন ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়। হাতাহাতিতে জড়িয়ে যান দুই দলের ফুটবলাররা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...