জানুয়ারি ২৩, ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠেই হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় স্বর্ণা আক্তারের অবিশ্বাস্য বোলিংয়ে ১৩ রানে জয় পায় বাংলা‌দেশ।

বাংলাদশের এই জয়ে দুর্দান্ত বোলিং করেন স্বর্ণা আক্তার। তিনি মাত্র ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন।

রোববার দক্ষিণ আফ্রিকার বেনোনিনের উইলোমুর পার্কে টস জিতে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১৪৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে ৫৯ বলে ৬টি চার আর এক ছক্কায় ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন ওপেনার মুর্শিদা খাতুন। ২১ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৪ রা নের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলাতান। এছাড়া ২৪ বলে ২৪ আর ১৭ বলে ১৬ রান করে ফেরেন শামিমা সুলতানা ও সোবহানা মুস্তারি।

টার্গেট তাড়া করতে নেমে স্বর্ণ আক্তারের লেগ স্পিনে ব্রিভান্ত হয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান ‍তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ৪৯ বলে ৯টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার অ্যানেকে বোশ। এছাড়া ২৬ বলে তিন চার আর এক ছক্কায় ৩০ রান করেন আরেক ওপেনার তাজমিন। বাংলাদেশ নারী দলের হয়ে স্বর্ণা আক্তার ৪ ওভারে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...