অক্টোবর ৯, ২০২৪

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বন্যা পরিস্থিতিতে ১০ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা।

আজ বুধবার (৯ অক্টোবর) দেশের বন্যা পরিস্থিতি বিষয়ে করা ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, তিন জেলার বন্যায় মোট ১০ জন মারা গেছেন। এরমধ্যে ৮ জন শেরপুর জেলায়, ২ জন ময়মনসিংহ জেলায় প্রাণ হারিয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা সচিবের দেয়া তথ্যানুযায়ী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ১৩টি উপজেলা বন্যা কবলিত। তিন জেলায় মোট ৬৩ হাজার ১৭১টি পরিবার পানিবন্দি। ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৩৯১ জন।

বন্যার্তদের সহায়তা দানের বিষয়ে তিনি আরও জানান, আক্রান্ত তিন জেলায় মোট ৭২ লাখ টাকা নগদ দেয়া হয়েছে। চাল দেয়া হয়েছে ৪ হাজার ৪০০ মেট্রিক টন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *