তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বঙ্গভবনের সামনে আন্দোলন না করার পরামর্শ দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রের সংবিধান, নিরাপত্তা ও নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সেটআপে পরিবর্তন আনতে হলে আনবে।
রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের বিষয়টি নিয়ে সাংবাদিককরা প্রশ্ন করলে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির অপসারণ-এ সিদ্ধান্তের বিষয় নিয়ে আলোচনা চলছে। জনশৃঙ্খলা নিরাপত্তা গুরুত্ব দেয়া হচ্ছে। এ বিষয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করার দরকার নাই। পতিত ফেসিবাদি শক্তি মিছিল করছে, মাথাচাড়া দিয়ে উঠতে চেষ্টা করছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ছাত্র-জনতার পক্ষ থেকে একটা আল্টিমেটাম দিয়েছেন। আমরা আমদের জায়গা থেকে একটা সে বিষয় নিয়ে আলোচনা করছি। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় নেই। আলোচনার মাধ্যমে যৌক্তিক সিদ্ধান্ত যেতে পারব, মানে রাষ্ট্র ও জনগণের পক্ষ যাবে সেসময় সিদ্ধান্ত নিব। এরপর সকলকে জানাব।
তবে বঙ্গবভনের সামনে কোনো আন্দোলন করার দরকার নেই, জনগণের ম্যাসেজ সরকার পেয়েছে বলেও জানান তিনি।