জানুয়ারি ২৩, ২০২৫

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ২০ লাখ টাকা দিয়েছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবাজারে উপস্থিত হয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের কাছে নগদ ২০ লাখ টাকা তুলে দেন তারা।

এসময় তৃতীয় লিঙ্গের বকুল হাজী বলেন, ‘এই ব্যবসায়ীদের কাছ থেকে আমরা ১০ থেকে ২০ টাকা সাহায্য নিয়েছি। আজ তারা নিঃস্ব হয়ে গেছে। এখন আমরা তাদের পাশে দাঁড়িয়েছি।’

তিনি বলেন, ‘আমরা আহ্বান জানাব দেশের সবাই যেন তাদের পাশে এসে দাঁড়ায়।

এসময় তিনি ভুয়া হিজড়া সম্পর্কে বলেন, ‘আমাদের নাম ভাঙিয়ে অনেক পুরুষও হিজড়া সেজে আমাদের দুর্নাম করছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।’

তৃতীয় লিঙ্গের দিপালি বলেন, ‘সারা দেশের সব তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পক্ষ থেকে এ টাকা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, এ বছর আমরা ঈদ করব না। নতুন জামা-কাপড় পরব না। আমরা যা দিয়ে ঈদ করতাম তা আমরা এখানে দিয়েছি। আমরা চাই আমাদের নামে যে দুর্নাম সমাজে রটে আছে, তা যেন গুছায়। আমরা এ সমাজে সুস্থ সবলভাবে বাঁচতে চাই।’

এসময় দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘সারা দেশ থেকেই আমরা সাহায্য পাচ্ছি। সাহায্যের জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে তাতে অনেকেই সাহায্য করছেন।’

তিনি বলেন, ‘সবাই এগিয়ে আসলে আমরা ঘুরে দাঁড়াতে পারব।

এসময় বঙ্গবাজার মার্কেট সমিতির নেতৃবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...