জানুয়ারি ২২, ২০২৫

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষ্যে রাজধানীতে কেক কাটা, নৌকা বাইচসহ নানা আয়োজন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) শারমিন জাহানের সই করা এক অফিস আদেশে এসব বিষয় জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ১৭ মার্চ সকাল ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিকাল সাড়ে ৩টায় হাতিরঝিল লেকে নৌকা বাইচ প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৩টায় হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের দশম তলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৫টায় হাতিরঝিল ম্যানেজমেন্ট ভবনের নিচতলায় কেক কাটা, সন্ধ্যা সাড়ে ৬টায় হাতিরঝিলে পুরষ্কার বিতরণ এবং সন্ধ্যা ৭টায় হাতিরঝিলে এম্ফিথিয়েটারে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...