জানুয়ারি ২৪, ২০২৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) যৌথ উদ্যোগে বগুড়ায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্স চলছে। দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৮ মার্চ) বগুড়ায় বিনিয়োগ শিক্ষা বিষয়ক এ কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে বগুড়ার নওদাপাড়ায় মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় অতিথিরা বিনিয়োগ শিক্ষা কনফারেন্সের অংশগ্রহণ শুরু করেন।

তথ্য মতে, বগুড়ায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্স দুইটি অধিবেশনে অনুষ্ঠিত হবে। কনফারেন্সের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এতে বিশেষ অতিথি থাকবেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মাসুদুর রহমান মিলন।

এই অধিবেশনে স্বাগত বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। আর প্রথম অধিবেশনে বিনিয়োগ শিক্ষা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম। এছাড়া, প্যানেল আলোচনায় সঞ্চালক হিসেবে থাকবেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।

এদিকে, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৩টায়। এ অধিবেশনে নারী বিনিয়োগকারীদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য রাখবেন টিএমএসএফের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে-আরা বেগম। এরপর প্রবন্ধ উপস্থাপন করবেন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সিনিয়র ইনভেস্টমেন্ট অফিসার সাদেফ গুনসুর। এছাড়া, প্যানেল আলোচনায় সঞ্চালনা করবেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম, সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরহাদ আহমেদ, সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী। সমাপনী বক্তব্য রাখবেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...