জানুয়ারি ২৩, ২০২৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি রেলস্টেশনে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। এদের মধ্য একজনের অবস্থা গুরুতর।

শনিবার সকালে প্যারিসের গারে দে লিঁ স্টেশনের এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বিবিসি জানিয়েছে, রেলস্টেশনে এক ব্যক্তির ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তির পেটে ছুরি চালানো হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আফ্রিকার দেশ মালির নাগরিক। পরিচয়পত্র হিসেবে তিনি ইতালির একটি ড্রাইভিং লাইসেন্স দেখিয়েছেন।

প্যারিসে গত কয়েক বছরে ছুরিকাঘাতে হামলার ঘটনা অনেক বেড়েছে। গেল ডিসেম্বরে আইফেল টাওয়ারের কাছে ছুরিকাঘাতে হামলার ঘটনায় এক পর্যটক নিহত ও আরও দুইজন আহত হন।

গত বছর জানুয়ারিতে প্যারিসের গারে দ্যু নর্ড এ ছুরিকাঘাতে হামলায় ছয়জন আহত হন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...