ডিসেম্বর ২২, ২০২৪

ছোটপর্দার একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা। ২০১২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। এরপর স্বামীর সঙ্গে ২০১৩ সালে নিউইয়র্ক পাড়ি দেন এই অভিনেত্রী। কিন্তু মোনালিসার সেই সংসার সুখের হয়নি। বিয়ের বছরখানেকের মাথায় বিচ্ছেদ হয় তাদের। এরপর আর নতুন করে বিয়ে করেননি মোনালিসা।

মোনালিসা যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানকার বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবে কাজ শুরু করেন। এরমধ্যেই সংসার ভেঙে যায়। এরপর থেকে যুক্তরাষ্ট্রেই ছিলেন। মাঝে মাঝে দেশে এসে নিজের পরিবারের সঙ্গে সময় কাটিয়ে গেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর আর কোনো অভিনয় করেননি তিনি।

সম্প্রতি আবারো দেশে এসেছেন মোনালিসা। সময় কাটাচ্ছেন পারিবারে সঙ্গে। জানালেন, পছন্দের গল্প পেলে আবারো অভিনয়ে ফিরবেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মোনালিসার কাছে জানতে চাওয়া হয়, তার নতুন করে বিয়ের ভাবনা আছে কিনা? জবাবে মোনালিসা বলেন, ‘লাইফে এক ভুল বারবার করতে চাই না। আমি আপাতত নিজেকে নিয়েই ব্যস্ত। নিজেকে কিছুটা স্থির করতে পারলে তখনই হয়ত ভাববো।’

তবে তিনি এও বলেন, ‘বিয়ের জন্য সময় নিচ্ছি, বিষয়টি এমনও নয়। আমি আমার কাজ করছি। এর মধ্যে কারো সঙ্গে যদি বোঝাপড়া মিলে যায়, বা ভালো লেগে যায় তাহলে ইনশাআল্লাহ…।’

সাক্ষাৎকারে মোনালিসা নিজেকে বর্তমানে সিঙ্গেল বলেও দাবি করেন। বলেন, ‘এটা আমার ভক্তদের শুনে খুশি হওয়া উচিত। যদি কেউ এটা জেনে খুশি হয়, বা চেষ্টা করে তাহলে আমার খারাপ লাগবে না। এখানে খারাপ কিছু নেই। কারণ, প্রেম-ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস। যেটা বর্তমানে একদম নেই বললেই চলে।’

অভিনয়ে আবারো ফেরা প্রসঙ্গে মোনালিসা বলেন, আমার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চাই। তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে চাননি এই অভিনেত্রী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...