ডিসেম্বর ২৩, ২০২৪

ভারতীয় বাংলা, হিন্দি এবং দক্ষিণী সিনেমায় অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন মিঠুন চক্রবর্তী। অনেক অনেক সম্মান এবং সম্মাননা পেয়েছেন। কিন্ত গায়ের রং কালো হওয়ায় অনেক অপমানিত হতে হয়েছিল বলিউডের এই শক্তিমান অভিনেতাতে। অপমান আর অবহেলায় প্রায়ই ঘুমানোর সময় কাঁদতেন তিনি। সম্প্রতি নিজের সেসব দুঃসহ স্মৃতি মনে করলেন মিঠুন। রিয়ালিটি শো ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এ জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করলেন প্রবীণ এই অভিনেতা।

মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘যেসব দিন আমি দেখেছি, আমি চাই না যে আর কেউ ওই দিনগুলো দেখুক। আমি চাই না আমার মতো কষ্টের মধ্যে কেউ জীবন অতিবাহিত করুক। আমাকে আমার বর্ণের কারণে বারবার অপমান করা হয়েছে। আর এই অপমান বেশ কিছু বছর ধরে চলেছিল। আমার জীবনে এমন অনেক দিন গেছে, যখন আমি খালি পেটে শুয়েছি। আর কোথায় রাত কাটাব, ভেবে কেঁদে ফেলতাম।’

এই ‘ডিসকো কিং’ বলেন, ‘একদিন খাবার জুটলেও পরে কী খাব বা কোথায় শুতে পারব, তা নিয়ে চিন্তায় পড়ে যেতাম। এমনকি অনেক দিন গেছে যখন আমি ফুটপাতে ঘুমিয়েছি।’

নিজের আত্মজীবনীমূলক সিনেমা প্রসঙ্গে এই সুপারস্টারের ভাষ্য, ‘এসব কারণে আমি চাই না যে আমার জীবনকে নিয়ে ছবি নির্মাণ করা হোক। কারণ, আমার জীবন কাউকে অনুপ্রাণিত করবে বলে মনে হয় না। বরং আমার কাহিনি মানুষকে মানসিকভাবে ভেঙে দেবে। আমি শুধু বলতে পারি, সবাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য যেন খুব পরিশ্রম করে। আর আমি যদি করতে পারি, তাহলে সবাই নিশ্চয় করতে পারবে।’

উল্লেখ্য, মিঠুনকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমায় আরও ছিলেন অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি, পুণিত ঈশ্বর প্রমুখ। চিত্রসমালোচক থেকে সিনেমাপ্রেমী সবার মন জয় করেছে সিনেমাটি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...