জানুয়ারি ৫, ২০২৫

দেশের পুঁজিবাজারের সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন কমেছে। এর প্রভাব পড়েছে লেনদেনের শীর্ষে উঠে আসা ফু-ওয়াং ফুড লিমিটেডের শেয়ারও। কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কমেছে।

আজ মঙ্গলবার ২৯ আগস্ট ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে,  ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ফু-ওয়াং ফুডের ৯৯ লাখ ৭৭ হাজার ৩৭৫টি শেয়ার হাতবদল হয়েছে। এসব শেয়ারের বাজারমূল্য ৩৫ কোটি ৮৩ লাখ টাকা। আর আগের কার্যদিবসে (সোমবার) কোম্পানিটির ৫০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ১৬ কোটি ৪৬ লাখ টাকার।

রুপালী লাইফ ইন্স্যুরেন্সের আজ ১৪ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। জেমিনি সি ফুডের লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ১৩ কোটি ৫৮ লাখ টাকা।

এছাড়াও সোনালী পেপারের ১১ কোটি ৪৬ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ১০ কোটি ৫৩ লাখ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ১২ লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৮ কোটি ৮৫ লাখ এবং এসকে ট্রিমসের আজ ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...