![](https://thebiz24.com/wp-content/uploads/2023/10/prayer-1.jpg)
![](https://thebiz24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় মসজিদে মসজিদে রাষ্ট্রীয়ভাবে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়ায় অংশ নেন হাজারও মুসল্লি। তারা সমবেতভাবে ফিলিস্তিনে নিহতদের রুহের শান্তি ও আহতদের সুস্থতার জন্য দোয়া করেন। জুম্মা নামাজপূর্ব আলোচনায় দলমতের ঊর্ধ্বে উঠে নির্যাতিত ফিলিস্তিনসহ পৃথিবীর সকল নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ানোর কথা বলেন খতিব।
বায়তুল মোকাররমের খতিব হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ রুহুল আমিন বলেন, এমন নির্যাতন থেকে মুক্তি পেতে পৃথিবীর সকল মুসলিমদের মাঝে ঐক্য দরকার। মুসলিম উম্মাহর ঐক্য ছাড়া এমন নির্যাতন থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। এ সময় মুনাজাতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা।