জানুয়ারি ১৫, ২০২৫

জাতীয় প্রেসক্লাবে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। একইসঙ্গে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্তের সদস্যপত বাতিল করা হয়েছে।

আজ রোববার জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।

সংগঠনের নতুন সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়ার স্বাক্ষরে আজ এ সংক্রান্ত একটি নোটিস জারি করা হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে প্রেসক্লাব কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদা ইসয়াসমিন ও শ্যামল দত্তসহ কিছু জাতীয় প্রেসক্লাবের কিছু সদস্যের বিরুদ্ধে আওয়ামীলীগ সরকারের দালালি করার অভিযোগ এনেছে। তারা গতকাল শনিবার তারা জাতীয় প্রেসক্লাবে একটি স্মারকলিপি দিয়েছেন, যাতে কিছু সদস্যের একটি তালিকা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

বিস্তারিত আসছে………

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...