ডিসেম্বর ২২, ২০২৪

বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একইসঙ্গে তার দুই স্ত্রী ও সন্তান এবং তাদের একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত রাখতে বলা হয়েছে।

গত সপ্তাহে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে এ সংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল, তার দুই স্ত্রী ও সন্তানদের নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘এইচ বিএম ইকবালের, তার দুই স্ত্রী আঞ্জুম আরা শিল্পী ও ডা. মমতাজ বেগম, দুই ছেলে মঈন উদ্দিন ইকবাল ও ইকরাম ইকবাল এবং মেয়ে নওরীন ইকবালের নামে থাকা ব্যক্তিগত ও একক মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিক ব্যাংক হিসাব ১১ নভেম্বর হতে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।’

উল্লিখিত ব্যক্তি ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত সকল হিসাবের তথ্যাদি চার কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর কথা বলা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...