ডিসেম্বর ২২, ২০২৪

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারের নেতা ইয়েভজেনি প্রিগোজিন এখন রাশিয়ায় রয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

ওয়াগনার গ্রুপ রাশিয়ার অন্যতম প্রধান বেসরকারি সামরিক কোম্পানি। ইউক্রেনের কয়েকটি অঞ্চল দখলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই গোষ্ঠীটির। গত মাসে ওয়াগনার নেতা প্রিগোজিন রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা দেন। পরে তারা রস্তোভ-অন-দনে রাশিয়ার সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় জেলার সদরদপ্তর দখল করে নেয়। এরপর তারা ‘বিচারের দাবিতে’ মস্কোর দিকে অগ্রসর হতে থাকে। রাজধানী থেকে ২০০ কিলোমিটার দূরে থাকা অবস্থায় বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসার ঘোষণা দেন প্রিগোজিন। ওই সময় বলা হয়, প্রিগোজিন বেলারুশে অবস্থান করছেন।

লুকাশেঙ্কো বৃহস্পতিবার জানিয়েছেন, প্রিগোজিন এখন রাশিয়ার দ্বিতীয় শহর সেন্ট পিটার্সবার্গে কিংবা রাজধানী মস্কোতে রয়েছেন। ওয়াগনার ইউনিটের বেলারুশে স্থানান্তরের প্রশ্নটির সমাধান হয়নি। এটি রাশিয়া ও ওয়াগনারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।

বেলারুশের প্রেসিডেন্ট জানান, তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে প্রিগোজিনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন।

প্রিগোজিন ‘সম্পূর্ণ মুক্ত’ দাবি করে লুকাশেঙ্কো বলেন, পুতিন তাকে ‘নির্মূল করবেন না।’

প্রিগোজিনের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত একটি বাণিজ্যিক বিমান বুধবার মস্কোর উদ্দেশ্যে সেন্ট পিটার্সবার্গ ছেড়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে বৃহস্পতিবার বিমানটি দক্ষিণ রাশিয়ার দিকে যাচ্ছিল। তবে বিমানটিতে প্রিগোজিন ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...