জানুয়ারি ৫, ২০২৫

প্রতিবারের মতো এবারও সেপ্টেম্বরে প্রবাসীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। সবচেয়ে বেশি প্রবাসী আয় বা রেমিট্যান্স এই ব্যাংকটির মাধ্যমে দেশে এসেছে। মোট প্রবাসী আয়ের প্রায় ১৭ শতাংশ এসেছে এই ব্যাংকে। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের বিদায়ী সেপ্টেম্বরের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, দেশে কার্যত (সরকারি, বেসরকারি, বিশেষ ও বিদেশি ব্যাংক) মোট ৬০ ব্যাংকের মাধ্যমে গত সেপ্টেম্বরে প্রবাসী আয় এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ৭০ শতাংশ প্রবাসী আয় ১০টি ব্যাংকের মাধ্যমে এসেছে। এ ছাড়া সাতটি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো প্রবাসী আয় আসেনি।

সেপ্টেম্বরে প্রবাসী আয়ে শীর্ষ স্থানীয় ব্যাংকগুলো হলো—ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক ও ঢাকা ব্যাংক। এর মধ্যে ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৪০ কোটি ২৭ লাখ ৮০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৬ দশমিক ৭৫ শতাংশ। অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ কোটি ২১ লাখ ২০ হাজার ডলার, যা মোট আয়ের ১৩ দশমিক ৩৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫৫ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের ১০ দশমিক ২১ শতাংশ। রূপালী ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৩৭ লাখ ডলার, যা মোট আয়ের চার দশমিক ৭৩ শতাংশ।

বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৯৯ লাখ ৮০ ডলার, যা মোট আয়ের চার দশমিক ৫৭ শতাংশ। জনতা ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ৬৫ লাখ ৪০ হাজার ডলার, যা মোট আয়ের চার দশমিক ৪৩ শতাংশ। সিটি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ১৫ লাখ ৩০ হাজার ডলার, যা মোট আয়ের চার দশমিক ২২ শতাংশ। ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ডলার, যা মোট আয়ের চার দশমিক ১৬ শতাংশ। সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার, যা মোট আয়ের তিন দশমিক ৯৮ শতাংশ। ঢাকা ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ৪৩ লাখ ৯০ হাজার ডলার, যা মোট আয়ের তিন দশমিক ৫১ শতাংশ।

যে সাত ব্যাংকের মাধ্যমে দেশে কোনো প্রবাসী আয় আসেনি সেগুলো হলো—হাবিব ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকার), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া।

অতীতের চেয়ে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, সেপ্টেম্বরে ইসলামী ব্যাংক প্রবাসী আয় আহরণে শীর্ষে উঠে এসেছে। বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সচেতনতা বাড়ানোর কারণে এখন হুন্ডি বা অবৈধভাবে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা কমেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...