জানুয়ারি ১০, ২০২৫

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। পাশাপাশি আবারও ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমানকে (হুমায়ুন) প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হয়েছ। এছাড়া হাসান জাহিদ তুষার ও সিনিয়র ফটোগ্রাফার পদে এসএম গোর্কিকে নিয়োগ দেওয়া হয়েছে।

গতকাল রোববার (২৮ জানুয়ারি) তাদের নিয়োগ দেওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক পদে আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। এছাড়া আবারও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হয়েছেন ফেরদৌস আহমেদ খান, ড. শহীদ হোসাইন এবং কৃষিবিদ মশিউর রহমান।

এছাড়া প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হয়েছেন হাসান জাহিদ তুষার, সিনিয়র ফটোগ্রাফার হয়েছেন এসএম গোর্কি, সহকারী একান্ত সচিব-২ হয়েছেন গাজী হাফিজুর রহমান লিকু, প্রটোকল অফিসার-২ হয়েছেন আবু জাফর রাজু এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হয়েছেন সনজিত চন্দ্র দাস।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...