আগস্ট ২৬, ২০২৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন।

সোমবার (১ জুলাই) বিকেলে তেজগাঁও জেলা আওয়ামী লীগ অফিসের সামনে ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা রাতে ঘুমায় না। রাত ২টার সময় ফোন করলেও শেখ হাসিনাকে পাওয়া যায়। তিনি রাত জেগে মানুষকে নিয়ে ভাবেন। মানুষের কষ্ট কীভাবে দূর করা যায়, এ নিয়ে বঙ্গবন্ধু কন্যার ঘুম থাকে না। তাকে ভুল বুঝবেন না। একটু ধৈর্য ধরুন। সর্বাত্মক চেষ্টা চলছে।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে কাদের বলেন, খেলা আবারও হবে। লুটপাট করে লন্ডনে বসে… আরাম আয়েশ করছে তারেক রহমান। খেলা আবারও হবে। আওয়ামী লীগ প্রস্তুত, আমরা প্রস্তুত।

তিনি বলেন, দুনীর্তির বিষয়ে সরকারের কঠোর অবস্থানে আছে। শেখ হাসিনা বলেছেন, আগে যারা দুর্নীতি করেছে এবং এখন যারা দুর্নীতি করছে, তাদের কোনো উপায় নেই। সব দুর্নীতিবাজের বিচার হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...