জানুয়ারি ২২, ২০২৫

জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ৪৬ আসামির মধ্যে সোমবার ১৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

আজ রোববার সংস্কার করা ট্রাইব্যুনালের এজলাস কক্ষ পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একথা জানিয়েছেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আসামিদের হাজিরের পাশাপাশি আগামীকাল এই গণহত্যার তদন্তের অগ্রগতি জানানো হবে। এরই মধ্যে তদন্ত সংস্থা প্রসিকিউশনকে তাদের কার্যক্রমের অগ্রগতি জানিয়েছেন। প্রতিবেদন দাখিলে আদালতের কাছে আরও সময় চাইবেন।

এসময় শেখ হাসিনাকে ফেরত আনতে রেড অ্যালার্ট নোটিশ প্রসঙ্গে তিনি বলেন, এটার ব্যাপারে তারা এরই মধ্যে আইজিপিকে চিঠি দিয়েছেন। সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

আগামীকাল সোমবার বিচারপতি গোলম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শুরু হবে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, আসামি পক্ষে কোনো আইনজীবী থাকলে তারাও আসতে পারবেন। আসামীর পরিবারের সদস্যদের প্রতিনিধিও আসতে পারবেন। নিরাপত্তা জোরদার থাকবে ট্রাইব্যুনালে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...