ডিসেম্বর ২৩, ২০২৪

‘গালওয়ান টুইট’ বিতর্কে বলিউডে কার্যত কোণঠাসা রিচা চাড্ডা। অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছেন অক্ষয় কুমার, অনুপম খের, কেকে মেননরা। নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি টুইটের প্রেক্ষিতে রিচা লিখেছিলেন- ‘গালওয়ান হাই বলছে।’ এই তিন শব্দ নিয়েই শুরু যাবতীয় বিতর্ক।

ওই টুইটে ভারতীয় সেনাকে অপমান করেছেন ‘ফুকরে’ অভিনেত্রী। অভিযোগ উঠে নেটপাড়ায়। এই বিতর্কে রিচার পাশে দাঁড়িয়ে অভিনেতা অক্ষয় কুমারকে একহাত নিলেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ।

রিচাকে একহাত নিয়ে অক্ষয় যে টুইট লেখেন, সেটি শেয়ার করে প্রকাশ প্রতিক্রিয়া দিয়েছেন। সালমানের ‘ওয়ান্টেড’ কো-স্টার লেখেন, ‘আপনার থেকে এটা আশা করিনি অক্ষয় কুমার। এরপরে বলব রিচা চাড্ডা আমাদের দেশের জন্য আপনার চেয়েও বেশি প্রাসঙ্গিক স্যার।’ বোঝাই গেল অক্ষয়কে নাগরিকত্ব ইস্যুতে কথা শোনালেন বলিপাড়ার এই ভিলেন। পাশাপাশি তিনি অপর একটি টুইটে লেখেন, ‘রিচা আমরা বুঝতে পেরেছি তুমি ঠিক কী বলতে চেয়েছো। তোমার পাশে আছি।’

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) টুইটারে অক্ষয় রিচার টুইটের জবাবে লেখেন, ‘এটা দেখে ব্যথা পেলাম। কোনোকিছুই আমাদের যেন দেশের সেনাবাহিনীর প্রতি অকৃতজ্ঞ না করে তোলে। ওরা আছে বলেই আমরা আছি।’

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...