অক্টোবর ৮, ২০২৪

ঢাকার আশুলিয়া ও সাভার এলাকায় তৈরি পোশাক শিল্প কারখানায় নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কারখানার মালিকরা।

অাজ সোমবার (৩০ সেপ্টেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে রাজধানীর উত্তরায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।

শ্রমিকদের দাবি মেনে নেয়ার পরও নাশকতার দায় কার– এমন প্রশ্ন রেখে মালিকরা বলেন, যে কারখানাগুলো মাসের বেশিরভাগ দিন বন্ধ ছিল, সেখানে বেতন পরিশোধ করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাইরের সংকটের কারণে ভালো কারখানাগুলোও উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।

পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসের পরও নিরাপত্তার ব্যাপক ঘাটতি আছে উল্লেখ করে মালিকরা জানান, এখনও ঠুনকো কারণে কারখানায় আগুন দেয়ার চেষ্টা করা হচ্ছে। গতকালও (রোববার) কয়েকটি কারখানায় ভাঙচুর করা হয়েছে। লিড সার্টিফাইড কারখানাতেও আগুন দেয়ার চেষ্টা করা হয়।

কারখানা আক্রান্ত হলে পুলিশ বা সেনাবাহিনীর কাছে সহায়তা চেয়েও নিরাপত্তা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করে তারা বলেন, শ্রমিকরা ভাঙচুর করবে, অস্থিতিশীলতা তৈরি করবে, আবার তাদের বিচার করা যাবে না, এটা হতে পারে না। এ অবস্থা চলতে থাকলে এ শিল্পকে সচল রাখা কঠিন হবে।

কারখানা মালিকরা দাবি করেন, অনেক ক্রেতা ক্রয়াদেশ বাতিল করছেন। অনেক ক্রেতার কাছে সময়মতো পণ্য পৌঁছাতে এয়ার কার্গোতে পাঠাতে হচ্ছে, যেখানে হাজার হাজার ডলার মাশুল গুনতে হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *