জানুয়ারি ১১, ২০২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় স্থান পেয়েছেন পুঁজিবাজারের পরিচিত ও নেতৃস্থানীয় তিন মুখ। এরা হচ্ছেন- ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত মো: আব্দুর রহমান, কিশোরগঞ্জ-৬ আসন থেকে নির্বাচিত নাজমুল হাসান পাপন এবং টাঙ্গাইল-৬ থেকে নির্বাচিত আহসানুল ইসলাম টিটু।

এদের মধ্যে প্রথম দুজনকে পূর্ণ মন্ত্রী এবং শেষোক্তজনকে প্রতিমন্ত্রী হিসেবে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনজনই প্রথমবারের মতো সরকারের মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান। এদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা বৃহস্পতিবার শপথ গ্রহণের পর জানা যাবে। আগামীকাল বৃহস্পতিবার ৭টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীসহ এ মন্ত্রিসভার সদস্য ৩৭ জন।

মো: আব্দুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক।

নাজমুল হাসান পাপন পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্লুচিপ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।

অন্যদিকে আহসানুল ইসলাম টিটু ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক চেয়ারম্যান। তিনি ডিএসই ও সিএসই’র সদস্য প্রতিষ্ঠান মোনা ফাইন্যান্সিয়াল লিমিটেডের চেয়ারম্যান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...