পিলখানা হত্যাকাণ্ড মামলার পুনঃতদন্ত, কারাবন্দি তৎকালীন বিডিআর (বিজিবি) সদস্যদের মুক্তি, মামলার সব রায় বাতিলসহ আটটি দাবি জানিয়েছে ‘কারা নির্যাতিত বিডিআর পরিবার’ নামে একটি সংগঠন।আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
নির্যাতিত বিডিআর পরিবারের সদস্যরা বলেন, ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে এ হত্যাকাণ্ড চালানো হয়। কারাবন্দিদের সাজা শেষ হলেও বিনা বিচারে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে।
প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, ঢালাওভাবে আসামি করায় নির্দোষ ব্যক্তিরাও আজ কারাবন্দি।
এ সময় অভিযোগ করেন, ‘বিগত সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল বিডিআর বিদ্রোহের ঘটনা। ২৭৬ জনের হত্যা মামলায় জামিন পেলেও বিস্ফোরক আইনের মামলায় আটকে আছে সবাই।’
আট দাবি হলো:
> প্রহসনমূলক মামলা প্রত্যাহার ও রায় বাতিল করা
> ১৬ বছর যাবৎ কারাগারে বন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি
> মামলার পুনঃতদন্ত করা
> রিমান্ডে নির্যাতনের কারণে বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ উদঘাটন ও দোষীদের শাস্তির প্রদান
> বিডিআর সদস্যদের চাকরি ফিরিয়ে দেয়া
> ক্ষতিগ্রস্ত সেনা ও বিডিআর সদস্যদের পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্নবাসন করা
> পুনরায় বাংলাদেশ রাইফেলস নামকরণ করা
> ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা