ডিসেম্বর ২২, ২০২৪

পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট বা বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) কার্যকর না হওয়ায় বন্ধ করে দেওয়া হচ্ছে পুঁজিবাজারের তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের দুইটি বিদ্যুতকেন্দ্র।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খুলনা পাওয়ারের খুলনা কেপিসি ইউনিট ২ -১১৫ মেগাওয়াট প্ল্যান্ট এবং যশোরের নোয়াপাড়ায় কেপিসি ৪০ মেগাওয়াট প্ল্যান্ট বন্ধ রাখা হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাথে পিপিএ কার্যকর না হওয়ার অনিশ্চয়তায় এবং সাম্প্রতিক দিনগুলোতে বিপিডিবির পক্ষ থেকে কোন বিদ্যুৎ চাহিদা না থাকায় বন্ধ রাখা হবে বিদ্যুতকেন্দ্রগুলো।

এর আগে চলতি বছরের এপ্রিল মাসে কেপিসিএল সরকার থেকে দুই পাওয়ার প্লান্টের মেয়াদ বাড়ানোর অনুমতি পায়। মন্ত্রিসভা ক্রয় কমিটি “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে ২ বছরের জন্য খুলনা পাওয়ারের দুইটি পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি দেয়। একই সাথে বিপিডিবি মৌখিকভাবে পাওয়ার প্লান্ট দুটির কারযক্রম শুরু করার অনুমোদন দেয়। ফলে গত ২৪ মার্চ বিকাল থেকে পাওয়ার প্লান্ট দুইটির কারযক্রম চালু হয়েছিলো।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...