জানুয়ারি ২২, ২০২৫

পানামা খাল নিয়ে নতুন বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এক হুমকির সুরে বলেছেন যে, যুক্তরাষ্ট্র পানামা খাল আবার দখলে নিতে পারে। এই তথ্য জানিয়েছে রয়টার্স ও নিউ ইয়র্ক পোস্ট।

ট্রাম্প শনিবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম “ট্রুথ সোশ্যালে” বলেন, “যদি পানামা খালটি গ্রহণযোগ্যভাবে পরিচালিত না হয়, তাহলে আমি এই খাল যুক্তরাষ্ট্রের হাতে দেওয়ার জন্য দাবি করব।” তিনি পানামাকে অভিযুক্ত করেন যে, এই খাল ব্যবহারে অতিরিক্ত অর্থ মাশুল দিতে হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, “এই খাল যদি ‘ভুল হাতে’ পড়তে থাকে, আমি এটি হতে দেব না।”

তিনি আরও বলেন, পানামা খালের ওপর চীনের কোনো প্রভাব থাকা উচিত নয়। তিনি তার দ্বিতীয় পোস্টে বলেন, “চীন কখনও পানামা খাল ব্যবস্থাপনা করতে পারবে না।”

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের এমন মন্তব্য বিরল। পানামা, যা যুক্তরাষ্ট্রের একটি মিত্ররাষ্ট্র, ট্রাম্পের এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মার্কিন কূটনীতির ধারা কিছুটা পরিবর্তিত হচ্ছে।

এছাড়া, ট্রাম্প বলেন, “পানামা যে চার্জ নিচ্ছে, তা হাস্যকর। তারা জানে যে যুক্তরাষ্ট্র কতটা উদারভাবে তাদের সহায়তা করছে। এটি অন্যদের সুবিধার জন্য দেওয়া হয়নি, বরং এটি আমাদের এবং পানামার মধ্যে সহযোগিতার প্রতীক হিসেবে দেওয়া হয়েছে।”

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...