জানুয়ারি ৫, ২০২৫

বস্ত্র ও পাট উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন বলেছেন, পাটের স্বর্ণযুগ ফেরাতে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগ ব্যাপক অবদান রাখবে। আজ বুধবার সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব বলে এই ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এই ব্যাগ বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।’

সাক্ষাৎকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন। এই সময় সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে ড. মোবারক আহমদ খান পাটের সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের কারখানায় সোনালী ব্যাগ তৈরি প্রকল্প শুরু করা হয়। সোনালী ব্যাগের গুণগত মান বাড়াতে গত বছর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...