সেপ্টেম্বর ২১, ২০২৪

পাকিস্তানি রুপির রেকর্ড দরপতন হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে দেশটির মুদ্রার দর কমেছে ১ দশমিক ৮৭ রুপি। খবর জিও নিউজ

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে আন্তঃব্যাংক বাজারে আজ রেকর্ড ২৯৯ রুপিতে ডলারের হাত বদল হয়েছে। খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ৩০৬ রুপিতে।

এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের (ইসিএপি) তথ্য অনুযায়ী, গতকাল ডলারের বিপরীতে রুপির দর ছিল ২৯৭ দশমিক ১৩, যা গত সপ্তাহে শেষ কর্মদিবসে ছিল ২৯৫ দশমিক ৭৮।

পাকিস্তান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে ২০২২ সাল থেকে আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু, এ বছরের জুনে এই বিধিনিষেধ শিথিল করা হয়, কারণ আইএমএফের ঋণের একটি শর্ত ছিল।

এর আগে, চলতি বছরের ১১ মে ডলার বিক্রি হয়েছিল ২৯৮ দশমিক ৯৩ রুপিতে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *