ডিসেম্বর ২৩, ২০২৪

পাকিস্তানে ডিজেল ভর্তি পিকআপের সাথে সংঘর্ষের পরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্ততপক্ষে ১৬ জন নিহত হয়েছে। রোববার দেশটির পিন্ডি ভাট্টিয়ানের কাছে একটি সড়কে এ ঘটনা ঘটেছে।

হাফিজাবাদ জেলা পুলিশ অফিসার (ডিপিও) ড. ফাহাদ আহমেদ ডন ডটকমকে জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল। দুর্ঘটনাটি স্থানীয় সময় ভোর ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

তিনি জানান, যাত্রীবাহী বাসটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এর ফলে বাসটি আগুনে পুড়ে যায়। দুর্ঘটনায় উভয় গাড়ির চালক নিহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফয়সালাবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

জাতীয় মহাসড়ক এবং মোটরওয়ে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সময়মত ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং ১৫ জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বাস চালকের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...