ডিসেম্বর ২১, ২০২৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুকধারীরা রাতভর গুলিবর্ষণ করে ২০ খনি শ্রমিককে হত্যা করেছে। আজ শুক্রবার এ খবর জানায় দেশটির পুলিশ।

ঘটনাস্থল থেকে দুকি জেলার পুলিশ প্রধান আসীম শফি বলেছেন, রাত সাড়ে ১২টায় ‘পালিয়ে যাওয়ার আগে’ প্রায় ৪০ জন বন্দুকধারী আধা ঘন্টা ধরে শ্রমিকদের ওপর গুলিবষণ করে।

তিনি আরও বলেছেন, ‘তাদের সঙ্গে রকেট লাঞ্চার ও হ্যান্ড গ্রেনেড ছিল।’

জেলার সিনিয়র এক সরকারি কর্মকর্তা কলিমুল্লা কাকারও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠিগুলো পাকিস্তানের সবচেয়ে দরিদ্রতম কিন্তু খনিজ সম্পদে ভরপুর প্রদেশটিতে প্রাকৃতিক সম্পদ আহরণ প্রকল্পগুলো টার্গেট করে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

এসব প্রকল্পে বিশেষ করে প্রতিবেশি চীন অর্থায়ন করছে। তবে সশস্ত্র দলগুলো সম্পদ মজুত করে রাখার অভিযোগে প্রায়ই হামলা চালায়। পাকিস্তানের কোয়েটা থেকে এএফপি এ খবর জানায়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...