জানুয়ারি ২২, ২০২৫

পাকিস্তানকে ছাড়িয়ে যাওয়ার পথে ভারতীয় ক্রিকেট দল। আজ আফগানিস্তানকে হারালেই টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়বে ভারত।

জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে আজ নিজেদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

টি-টোয়েন্টিতে তিন বা এর বেশি ম্যাচে সিরিজে ভারত ও পাকিস্তান দুই দলই আটবার করে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে।

আজ বুধবার আফগানিস্তানের বিপক্ষে জিতলে ভারত নবমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের রেকর্ড গড়বে।

ভারত এর আগে তিন বা এর বেশি ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিনবার, শ্রীলংকাকে দুইবার, নিউজিল্যান্ডকে দুইবার আর অস্ট্রেলিয়াকে একবার করে হোয়াইটওয়াশ করে।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে তিনবার টি-টোয়েন্টিতে সিরিজে হোয়াইটওয়াশ করে। এছাড়া শ্রীলংকা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে একবার করে হোয়াইটওয়াশ করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...