জানুয়ারি ১১, ২০২৫

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক কোচ গ্যারি কারস্টেনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কোচ হিসেবে পাকিস্তান দলের কাছে তার প্রত্যাশা, ‘আমি তেমন ক্রিকেটই চাই, যা তাদের সঙ্গে মানানসই। আমার কাছে সেটাই গুরুত্বপূর্ণ। আমার দর্শন হলো, সেটা তুমি চেষ্টাই করো না যা তুমি নও’

পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেস বোলার জেসন গিলেস্পিকে। তিনি অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট খেলে ২৫৯টি উইকেট ও ১২১৮ রান করেস।

পাকিস্তান দল নিয়ে গিলেস্পির প্রত্যাশা, ‘আমি তাদের বলব, ইতিবাচক থাকুন, আক্রমণাত্মক এবং বিনোদনমূলক হন। মুখে হাসি নিয়ে খেলুন এবং ভক্তদের বিনোদন দিন। এখানে এমন সময়ও আসবে যখন আপনি চূর্ণবিচূর্ণ হয়ে যাবেন, আর দিনশেষে এটাই টেস্ট ক্রিকেট। এখানে আপনার দক্ষতা, মানুষিক শক্তি এবং ধৈর্যের পরীক্ষা হবে।’

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...