জানুয়ারি ২২, ২০২৫

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সায়েমা শাহীন সুলতানাকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২৬ আগস্ট অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয় সায়েমাকে। তখন একসঙ্গে ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছিল।

এদিকে তিন মাসে (আগস্ট-অক্টোবর) সহকারী সচিব থেকে সচিব পদে ৭৬৮ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের বিগত তিন মাসের উল্লেখযোগ্য কার্যক্রম সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...