ডিসেম্বর ২২, ২০২৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ৩৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

সোমবার (৩ জুলাই) সকালে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।

মাছটির ওজন ৩৬ কেজি ৫৭৫ গ্রাম। বিক্রির জন্য সকালে আড়তে আনলে মাছটি দেখার জন্য ভিড় করেন কৌতূহলী মানুষ। দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার দুলালের আড়তে প্রকাশ্যে মাছটি নিলামে উঠলে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৭০০ টাকায় মাছটি নিলামে কিনে নেন।

শাজাহান শেখ বলেন, নদীর পানিতে দড়ি দিয়ে মাছটি বেঁধে রাখা হয়েছে যাতে তাজা থাকে। দেশের বিভিন্ন স্থানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছি। সামান্য কিছু লাভ হলে বিক্রি করব।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...