সেপ্টেম্বর ২০, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেসরকারি ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সুপারিশ করেছিলো। এরই ধরাবাহিকতায় ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নতুন তিন স্বতন্ত্র পরিচালক নিয়ে সাত সদস্যের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

বিএসইসির সুপারিশে আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ব্যাংকটির বর্তমান পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠনের আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সূত্রে জানা যায়, সাত সদস্যে নতুন বোর্ড গঠন করা হয়েছে। যেখানে বাদ পড়েছেন রন ও রিক হক শিকদার। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর পরিচালনা পর্ষদ কর্তৃক ঋণ নিয়মাচার ও বিধি-বিধান লঙ্ঘন করে ঋণ অনুমোদন প্রদান করা,পর্ষদ কর্তৃক ব্যাংকের ব্যবস্থাপনায় অনাকঙ্খিত হস্তক্ষেপ করা, পর্ষদের ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের শেয়ার একই পরিবারেকেন্দ্রিভূত করা, পরিচালক নির্বাচন/পুনঃনির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন জটিলতা সৃষ্টি, পর্ষদের গোচরে পরিচালকগণ কর্তৃক আর্থিক অনিয়মসংঘটন, পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারনে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা বিঘ্ন করার মাধ্যমেব্যাংক-কোম্পানী ও আমানতকারীদের স্বার্থের পরিপন্থী কর্মকান্ডে পর্ষদ কর্তৃক সম্পৃক্ত থাকায় এবং পর্ষদের উক্তরূপ কর্মকান্ডেরকারণে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্তসংশোধিত) এর ৪৭ (১) এবং ৪৮(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিল করা হলো।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭(১) (খ) ধারার বিধান অনুযায়ী উক্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকেরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সাউথইস্ট ব্যাংক পিএলসি সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। তাঁদের মধ্যে পর্ষদের চেয়ারম্যান হয়েছেন আইবিএর সাবেক অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার। মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগের শর্তে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে নতুন চার পরিচালক হলেন পারভীন হক সিকদার, উদ্যোক্তা পরিচালক খলিলুর রহমান, সিকদার ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে প্রতিনিধি পরিচালক মো. সফিকুর রহমান ও উদ্যোক্তা শেয়ারধারী হিসেবে পরিচালক মোয়াজ্জেম হোসেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *