জানুয়ারি ১৯, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) তাদের চাহিদা অনুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

আজ রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তরের সময় এ আশ্বাস দেন তিনি।

স্টেফান লিলার বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী ইউএনডিপি পর্যালোচনা করছে, কীভাবে সহায়তা দেওয়া যায়। এ বিষয়ে রাজনৈতিক দল, সিভিল সোসাইটিসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে আলোচনা হচ্ছে। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। এই সহযোগিতা অব্যাহত থাকবে। ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করবে ইউএনডিপি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ইউএনডিপি। তারা গত ডিসেম্বরে আমার সঙ্গে দেখা করলে ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তার জন্য বলেছিলাম। এত দ্রুত তারা উপকরণ দিয়ে সহায়তা করায় আমি অভিভূত। ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিয়ে তারা সহায়তা করলো, যা আজ শুরু হলো। আশা করি সামনের জাতীয় নির্বাচনেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তা করবে ইউএনডিপি।

তিনি বলেন, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন-কানুন বিধি-বিধানের মধ্যে থাকবো। আমরা ফ্রি, ফেয়ার গেম উপহার দিতে চাই। যেখানে সব প্লেয়ার অবাধে খেলতে পারে। আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই।

সিইসি আরও বলেন, আমরা ছয় মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার এক দশমিক ৫৫ শতাংশ। ৬৫ হাজার লোকবল কাজ করবে। আমরা হিউজ প্রোগ্রাম নিয়েছি, যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। ভোটার নিয়ে সন্দেহ দূর করার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করবো। আশা করি, সবার সন্দেহ দূর হবে, ইনশাআল্লাহ।

ইসি কর্মকর্তারা বলছেন, ভোটার তালিকা হালনাগাদের পর সাধারণীকরণ প্রক্রিয়ায়ও সহায়তা করবে ইউএনডিপি। ঘরে ঘরে গিয়ে ভোটারদের তথ্য আনার পর কাস্টমাইজেশনে সহায়তা করবে তারা। সহায়তাটা হচ্ছে কারিগরি সহায়তা। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির কিছু লক্ষ্য আছে, সেগুলোতে সহায়তা করবে তারা।

প্রসঙ্গত, আগামীকাল ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। এই কার্যক্রম চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...