জানুয়ারি ৫, ২০২৫

পুঁজিবাজারে যেসকল কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ বিতরণ করেনি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আইন অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশ ৩০ কার্যদিবসের মধ্যে বিতরণ করতে হয়।

অভিযোগ রয়েছে, বিভিন্ন কোম্পানি লভ্যাংশ ঘোষণা করার পরেও নির্ধারিত সময়ের মধ্যে লভ্যাংশ পাঠায় না। আর এই ধারা দীর্ঘদিন ধরে চলছে আসছে।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা এবিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছেও অভিযোগ দিয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিএসইসি আজ এমন সিদ্ধান্ত নিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...