জানুয়ারি ২২, ২০২৫

চলমান বিপিএলে প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে খুব একটা সফলতা পাচ্ছিলেন না লিটন দাস। তবে মঙ্গলবারের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলেছেন ম্যাচজয়ী ৭০ রানের এক ইনিংস। এমন নান্দনিক ইনিংস খেলতে কুমিল্লার এ ব্যাটারের বল লেগেছে মোটে ৪২টি। ম্যাচসেরা হওয়ার পরে সংবাদ সম্মেলনেও আসেন লিটন।

সেখানে তারকা এ ব্যাটারের কাছে জানতে চাওয়া হয় নিজের ব্যাটিং কেমন দেখেন। জবাবে খানিক চুপ থাকার পর লিটন বললেন, ‘দেখি…কিন্তু দেখে মনে হয় কী ব্যাটিং করে…। একেকজনের ভিউ একেক রকম থাকে। আমার কাছে মনে হয় আরও ভালো করার সুযোগ আছে (ব্যাটিংয়ে)।’

সবশেষ ম্যাচের আগের ম্যাচেও ২২ বলে ৪০ রান করেছিলেন লিটন। এবার করলেন ৭০, এমন রান করার প্রস্তুতি আসলে কেমন? লিটন বলছেন, ‘দেখেন, প্রতিটা ক্রিকেটারই তো কিছু না কিছু দিকে হার্ড ওয়ার্ক করে। অবশ্যই আমারও হার্ড ওয়ার্ক আছে। আমার মনে হয় মাইন্ড সেট-আপ ও খেলায় জড়িয়ে থাকা নিজে থেকে…। যেমন ধরেন, আপনি যখন আন্তর্জাতিক ম্যাচ খেলবেন, নিজের নামের পেছনে অনেক কিছু থাকে। পারফর্ম করতে হবে, না করলে দল থেকে বাদ পড়ার সুযোগ থাকে। মিডিয়া, ফ্যানস, এমনকি পরিবারের সদস্যরাও আপসেট থাকে খারাপ করলে।’

লিটন যোগ করে বলেন, ‘যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন, যখনই মাঠে নামি, তখনই চিন্তা থাকে- আজকে যদি নামি, একটা ইনিংস খারাপ করি, তাহলে একটা ইনিংস চলে গেল। সবাই তো ফলো করে স্ট্যাটটা, ক্রিকইনফোর যে… (প্রোফাইল) ফলো করে, ওই জিনিসটা যখন খারাপ থাকে। নিজের কাছেও দেখতে খারাপ লাগে। ওটাও সবসময় অনুপ্রাণিত করে ভালো খেলতে হবে।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...