জানুয়ারি ২৪, ২০২৫

নিউজিল্যান্ড বাংলাদেশের পর পাকিস্তানের বিপক্ষেও হারল । গত শনিবার সিলেটে শেষ হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টাইগারদের বিপক্ষে ১৫০ রানে হারে নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেট দল। বাংলাদেশ সফরে এই প্রথম টেস্টে হারল কেন উইলিয়ামসনরা।

আজ মঙ্গলবার নিজেদের ঘরের মাঠ ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে পাকিস্তানের নারী দলের বিপক্ষে হেরে যায় নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের করা ১২৭ রানের জবাবে ৭ উইকেটে জয় পায় পাকিস্তানের নারী দলটি।

আজ ডুনেডিনে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৭ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ ও ৩২ রান করে করেন ওপেনার মুনিবা আলি ও মিডলঅর্ডার ব্যাটসম্যান আলিয়া রিয়াজ।

টার্গেট তাড়া করতে নেমে ফাতিমা সানার গতি আর সাদিয়া ইকবালের স্পিনে বিভ্রান্ত হয়ে ২০ ওভারে ১২৭ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল। পাকিস্তানের হয়ে ৩ আর ২টি করে উইকেট নেন ফাতিমা সানা ও সাদিয়া ইকবাল।ey

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...