পেট্রোল বোমা দিয়ে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ সোমবার (৬ নভেম্বর) রাজধানীতে পেট্রোল পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ঢাকার সবগুলো পেট্রোল পাম্পের মালিক এবং তাদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন এর সাথে এক বৈঠকে আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
তিনি আরো বলেন, লাইসেন্স ছাড়া শহরের যে কোন এলাকায় জ্বালানি তেল বিক্রি হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বেয়ানিভাবে খুচরা তেল বিক্রি বন্ধেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
সাধারণ মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘণ্টা গোয়েন্দাদের পাশাপাশি নগর পুলিশ কাজ করছে বলেও জানান ডিএনপি কমিশনার। কোন রাজনৈতিক দলের কর্মসূচিতে নগরবাসীকে উদ্বিগ্ন না হতেও পরামর্শ দেন হাবিবুর রহমান।