জানুয়ারি ২৩, ২০২৫

কক্সবাজার টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া বোমায় জোবায়ের নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দু’জন।

রোববার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে টেকনাফে উপজেলার জালিয়ার দ্বীপ পয়েন্টে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জাবের ও শুক্কুর। পুলিশের দাবি নাফ নদীতে মাছ শিকারে গিয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনী।

তিনি বলেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া বোমায় জোবায়ের নামে এক রোহিঙ্গা নিহত ও দুইজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিল।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, বোমার আঘাতে আহত দু’জনের চিকিৎসা চলছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...