জানুয়ারি ১১, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল বাজার মসজিদের সামনে ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগে হামলার ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ। আজ রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নির্বাচনি গণসংযোগ ও মিছিলে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে এই ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভূঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্বাচনি মিছিলে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১ টার দিকে পূর্ব নির্ধারিত নির্বাচনি গণসংযোগের মিছিলের মধ্যে দলের একপক্ষের সদস্যরা আরেক পক্ষের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।

আহতরা হলেন— মো. মেরাজ, মো. সিয়াম, মো. বাপ্পি, মো. সৌরভ। তারা সবাই আওয়ামী লীগ কর্মী বলে জানা গেছে। তবে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।

হামলার সময় উপস্থিত এক আওয়ামী লীগ কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন চাপাতি হাতে হামলা করলে সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক বলেন, নির্বাচনি মিছিলের মধ্যে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পুলিশ যাওয়ার আগেই সংঘর্ষ থেমে গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...