জানুয়ারি ৭, ২০২৫

নাটোরের লালপুরে দুই ট্রাকের সংঘর্ষে চালক, হেলফার ও আম ব্যবসায়ীসহ ৮ জন আহত হয়েছেন। শনিবার (২২জুলাই) উপজেলার লালপুর-বাঘা সড়কের মাধবপুর ঠাকুর মোড় নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলো, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের দুলাল (৪৫), আল মামুন (৩০), টোকন (৫০)। এছাড়া কুষ্টিয়া জেলার রেজাউল করিম (৫০), সেলিম(৪৫), রাহেন আলী (৬০), শুকুর আলী (৪৫) ও শামসুল (৪৫)।

ওসি উজ্জ্বল হোসেন জানান, বাঘা থেকে ছেড়ে আসা লালপুরগামী আম বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৮ জন আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে দুইজনের অবস্থা আশাঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অন্যরা লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...