জানুয়ারি ২৪, ২০২৫

নাইজেরিয়ায় নিরাপত্তা বাহিনীর উপর বন্দুকধারীদের অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ সদস্য নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও আট জন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি দুটি সামরিক সূত্রের বরাত দিয়েএ তথ্য জানিয়েছে।

বিমান বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, রোববার রাতে এই হামলার ঘটনা ঘটেছে। সোমবার আহতদের উদ্ধারের জন্য একটি হেলিকপ্টার সোমবার সকালে ওই এলাকায় গেলে সেটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারের আরোহীরা বেঁচে আছে কিনা তা এখনও জানা যায়নি।

নামে প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, জুঙ্গেরু-তেগিনা মহাসড়কে ‘আমরা বন্দুকযুদ্ধে ২৩ সেনাকে হারিয়েছি, যাদের মধ্যে তিনজন অফিসার এবং তিনজন বেসামরিক জেটিএফ (ভিজিল্যান্টস) এবং আট সেনা আহত হয়েছে।,” প্রথম সূত্রটি বলেছিল, “গুরুতর লড়াই” এর পরে।

দ্বিতীয় সূত্রটিও হতাহতের একই সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীরাও ‘ব্যাপক ক্ষয়ক্ষতির’ শিকার হয়েছে। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার হতাহতদের সরিয়ে জন্য পাঠানো হয়েছিল। এতে ১১ মৃতদেহ ও সাত আহত ব্যক্তি ছিল। তবে হেলিকপ্টারটি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...