ডিসেম্বর ২৩, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমাখাতের ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড নতুন মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আগামী তিন বছরের জন্য ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল খালেক মিয়া। গত ৭ সেপ্টেম্বর থেকে তাঁর নিয়োগ কার্যকর হয়েছে।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আব্দুল খালেক মিয়াকে ইসলামী ইন্স্যুরেন্সের সিইও পদে অনুমোদন দিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...