ডিসেম্বর ২২, ২০২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর হিসেবে নিয়োগ পেয়েছেন টনি হেমিং। দুই বছরের চুক্তিতে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বিসিবি।

হেমিংয়ের ক্রিকেট টার্ফ ও মাটি প্রস্তুত বিষয়ে দীর্ঘ অভিজ্ঞা রয়েছে বলে জানিয়েছে বিসিবি। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক ক্রিকেটের মাটি বিষয়ক উপদেষ্টা ও পরামর্শক ছিলেন তিনি। এ ছাড়া আইসিসি ক্রিকেট একাডেম ও দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের হেড কিউরেটর হেমিং। পাশাপাশি ওমান ক্রিকেট একাডেমির আইসিসির পিচ বিষয়ক পরামর্শ হিসেবেও কাজ করেছেন এই অস্ট্রেলিয়ান।

টনি পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ। সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের অ্যারেনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মত টি-টোয়েন্টি লিগে কাজ করার অভিজ্ঞতা আছে টনির। টার্ফ ম্যানেজম্যান্ট নিয়ে ৩৫ বছর ধরে কাজ করছেন এই অস্ট্রেলিয়ান। গেল বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গেও কাজ করেছেন টনি। পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজে লাহোর টেস্টের আগে পিসিবির সঙ্গে ১০ দিনের মত কাজ করেছেন হেমিং।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...