জানুয়ারি ১০, ২০২৫

বাংলাদেশের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। এ সময় নবনিযুক্ত অর্থমন্ত্রীকে ডিএসইর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করেন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বাধীন ডিএসই। এ সময় ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সফলতা কামনা করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...