জানুয়ারি ১০, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, ধর্ম ব্যবসায়ীরা ধর্ম নিয়ে রাজনীতি করে দেশে বিভেদ সৃষ্টি করে। সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পলাশীতে মহা জন্মাষ্টমী তিথি উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে অধ্যাপক আসিফ নজরুল বলেন, কিছু ধর্ম ব্যবসায়ী ধর্ম নিয়ে রাজনীতি করে বিভেদ সৃষ্টি করে। এসবের বিপরীতে দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে।

তিনি অভিযোগ করেন, গত ১৫ বছর যতবার মন্দিরে হামলা হয়েছে কখনও তার বিচার হয়নি। তবে অন্তর্বর্তী সরকার এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

এসময় পূজা কমিটির পক্ষ থেকে একটা বড় অংশ বন্যার্তদের দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...