জানুয়ারি ২২, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জেতা ক্রিকেটাররা আজ সোমবার দেশে ফিরেছে। দেশে ফেরার পর বিমানবন্দরে এসময় বিসিবির পরিচালকরাসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থেকে যুবাদের বরণ করেন।

বিকেল সাড়ে ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মাহফুজুর রহমান রাব্বির দল।  জানা গেছে, আগামীকাল মঙ্গলবার রাতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমন্ত্রনে ডিনারে যোগ দেবেন ক্রিকেটাররা।

বিমানবন্দর থেকে সরাসরি বিসিবিতে নিয়ে যাওয়া হচ্ছে ক্রিকেটারদের। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি।

এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে কোনো দলই পাত্তা পায়নি। গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পর শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে হারানোর পর সেমিফাইনালে ভারতকে উড়িয়ে দেয় শিবলি-আরিফুলরা। আর ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এশিয়া কাপ জয়ের ইতিহাস গড়ে মাহফুজুর রহমান রাব্বিরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...