ডিসেম্বর ২৩, ২০২৪

দেশে গণতন্ত্রের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বিগত সরকার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আজ সোমবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সারাহ ডেরেক ল’র সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমে ব্রিফ করেন অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি জানান, ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে জনশক্তি রফতানি, উচ্চশিক্ষা, অর্থনৈতিক উন্নতি আলোচনা হয়েছে। আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসা ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন হাইকমিশনার। আগামি দিনে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে প্রত্যাশা করেন তিনি।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে গণতন্ত্রের সুফল পাওয়া যাবে না। সংস্কার ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। আমরা অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছি, আমরাও সংস্কার প্রস্তাব জমা দিয়েছি। আশা করছি, শিগগির দেশে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...