জানুয়ারি ২২, ২০২৫

সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি থাকায় দেশের পুঁজিবাজারে মধ্যস্থতাকারী দুই ব্রোকারেজ হাউজকে ৫ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ব্রোকারেজ হাউজগুলো হলো- প্রুডেনশিয়াল সিকিউরিটিজ ও এনএলআই সিকিউরিটিজ লিমিটেড।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৩০তম কমিশন সভায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার সিদ্ধান্ত নেয়। আজ (১০ নভেম্বর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সমন্বিত গ্রাহক হিসাব ঘাটতি থাকার কারণে সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে প্রুডেনশিয়াল সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ এবং এনএলআই সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অনিয়মের এ ধারা অব্যাহত থাকলে পরবর্তী প্রতিদিনের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হবে বলে জানায় বিএসইসি।

এদিকে পৃথক নোটিশে তালিকাভুক্ত ৯ কোম্পানিকে নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশ বন্টনের সময়সীমা বেঁধে দিয়েছে বিএসইসি। নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বন্টন না করলে এসব কোম্পানিগুলোর পরিচালকদের জরিমানা করার সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...